Rose Good Luck বাবাকে বড্ড মনে পড়ে Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ২৪ ডিসেম্বর, ২০১৫, ০১:২৯:৪৩ রাত



বাবাকে বড্ড মনে পড়ে

* **** ***

আমি যখন বাসায় ফেরার পথে

প্রচন্ড ভীড়ে বাসে দমবদ্ধ হয়ে হাসফাস করি,

আমার বাবাকে মনে পড়ে!

এতো কষ্ট তার সময়ে পাইনি কখনো।

কষ্ট বাসের দমবদ্ধতায় নয়-

তার পাশে না থাকাটাই তীব্র দহনে জ্বালায় আমায়।

ইট পাথরের এই নগর জীবন-

ক্লান্তিকর- ঝাপসা বড্ড! জীর্ণ শীর্ণ অনুভবে উন্মাতাল।

আমিও বেনেডিক্ট এন্ডারসনের

' ম্যান উইদাউট আ কান্ট্রি'র সেই মানুষটির মতোই-

বাবা আমার দেশ ছিলেন!

আজ প্রচন্ড নি:সংগতায় একাকি প্রহরে-

শীতের তীব্রতর কেঁপে কেঁপে উঠা মুহুর্তগুলোয়-

পথের মাঝে আমায় একা ফেলে কারো চলে যাওয়া ক্ষণগুলোয়- কিংবা

ক্যাম্পাসের সোজা রাস্তা ধরে হেটে যাওয়া

সেই শিশুটির বাবার আংগুল ধরে ধরে হাটতে শিখার অণুক্ষণগুলিতে-

আমার বাবাকে বড্ড মনে পড়ে!

বাবা! তোমারও কি হৃদয়ে একই অশ্রু ঝরে?

বিষয়: সাহিত্য

৮৬১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355132
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:০৬
আব্দুল গাফফার লিখেছেন : আহ!বাপ নেই যার কি আছে তার! বাবার শূন্যতা কিছুতেই পূরণ হবার নয় ।আল্লাহ আপনার বাবাকে কবুল করে নিক । আপনার জন্য শুভকামনা রইলো Praying Good Luck Good Luck
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৫৭
295054
মামুন লিখেছেন : খুব সুন্দর করে বললেন!! জাজাকাল্লাহু খাইর।
আপনার দোয়ায় আমীন।
আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File